বাংলাদেশ

ছিনতাইকারী সন্দেহে পুলিশ সদস্যকে গণপিটুনি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোবাইল ছিনতাইকারী সন্দেহে একজন পুলিশ সদস্যসহ দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলর বড় হাসেমপুর গ্রামের মৃত শরাফত আলির ছেলে পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান (৫৫) ও বরিশাল জেলার মুলাদি থানার নাজিরপুর গ্রামের নেছার উদ্দিনের ছেলে মো. রাজু (৪৫)। তিনি ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল।

‘জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে জামায়াত’

পুলিশ কনস্টেবল আবু নূর শফিউজ্জামান বলেন, আমি ঢাকার কলাবাগান থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলাম। কয়েকদিন আগে আমাকে থানা থেকে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। এখনো কোনো থানায় পোস্টিং করা হয়নি। আমি আমার বন্ধু রাজুকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জে এক আত্মীয়র বাসায় বেড়াতে আসি। সকালে দুজন ঢাকায় যাওয়ার উদ্দেশে সানারপাড় বাসস্ট্যান্ড গেলে একজন ছিনতাইকারী আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তখন আমি তাকে ধরে ফেলি। এ সময় আরও ২-৩ জন এসে ছিনতাইকারীর পক্ষ নিয়ে আমার সঙ্গে তর্ক শুরু করে। আমি নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলে তারা উলটো আমাকে ছিনতাইকারী বলে ডাক চিৎকার শুরু করে। তখন কিছু শিক্ষার্থী এসে কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমাকে ও আমার বন্ধুকে মারধর করতে থাকে। তারা আমাকে ভুয়া পুলিশ ভেবেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত আবু সাঈদ পিয়াল বলেন, শিক্ষার্থীরা দুজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের একজন নিজেকে পুলিশ সদস্য দাবি করছেন। তার দাবি ও কী ঘটনা ঘটেছে তা যাচাইবাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button