বাংলাদেশ

এবার গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের…

এবার গ্রেপ্তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের… সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটকেন্দ্রিক চাঁদাবাজ গ্রুপের অন্যতম তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে ফার্মভিউ সুপার মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল মালেক খান (৫০), শামীম আহমেদ (৫০) ও নুরুন ইসলাম আকন (৪৮)।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন গণমাধ্যমকে বলেন, গত ১০ নভেম্বর সৈয়দ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি (জিএমসি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার কোম্পানির একজন পরিচালক) সাতজনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ২০১৬ সালের ২০ জুলাই ফার্মভিউ সুপার মার্কেটের ভেতরে আসামিরা তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই বছরের ৮ আগস্ট ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে আসামিদের কাছে তিনি নগদ ১ লাখ টাকা ও সাড়ে ১০ লাখ টাকার একটি চেক দেন। আসামিরা তার প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন। তারা প্রভাবশালীদের ব্যবহার করে বিভিন্ন সময়ে তাকে অব্যাহতভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। পরে ৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে তিনি তেজগাঁও থানায় মামলা করেন।

ওসি আরও বলেন, মামলার বাদী চাঁদাবাজি করার ফোন রেকর্ড পুলিশের কাছে দেন। ওই ফোন রেকর্ড তদন্ত করে নিশ্চিত হওয়ার পর বুধবার সন্ধ্যায় ফার্মভিউ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চাঁদাবাজ গ্রুপের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button