সিরিয়ার সুন্নি মুসলমানদের ‘শুভ কামনা’ জানালেন এরদোগান

জনপ্রিয় সংবাদ
মধ্যরাতেই ভারতীয়দের যে নির্দেশ দিল্লির December 7, 2024
বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান December 8, 2024
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ২০ December 7, 2024
জামায়াত ইসলামির প্রশংসা করে গোলাম রাব্বানীর পোস্ট December 6, 2024
অনলাইন ডেস্ক
সিরিয়ার সুন্নি মুসলমানদের প্রতি সমর্থন জানিয়ে রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণের জন্য অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তুরষ্করেক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, আমি আশা করি সিরিয়ার আসাদ-বিরোধী মুজাহিদরা কোনো সমস্যা ছাড়াই অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, ইদলিব, হামা, হোমস এবং দামেস্ক হলো লক্ষ্যবস্তু। সুন্নিদের যাত্রা অব্যাহত থাকবে। কোনো ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা ছাড়াই সিরিয়ায় এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল।
আরও পড়ুনঃ ভয়াবহ পরিস্থিতিতে পাকিস্তান, দেশবাসীকে নামাজ পড়ে দোয়া করার আহবান
Previous article
দামেস্ক দখলের পর যা বললেন বিদ্রোহী নেতা আল জুলানি
সোর্স: দৈনিক দিগন্ত