বাংলাদেশ

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে হিমালয়ের দেশ নেপাল। এর মাধ্যমে ভারতের পর বিশ্বের তৃতীয় কোনো দেশ প্রথমবারের মতো বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে। এ খবর দিয়েছে অনলাইন সিনহুয়া। এতে বলা হয়, শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বিদ্যুৎ রপ্তানি করতে শুরু কলেছে নেপাল। দেশটির রাজধানী কাঠমান্ডুতে ভারত, বাংলাদেশ এবং নেপালের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম শুরু হয়। ভারতীয় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠানো হবে।

চলতি মাসের শুরুতে কাঠমান্ডুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। নেপাল বিদ্যুৎ বিভাগের মুখপাত্র চন্দন কুমার ঘোষ বলেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী নেপাল ২০২৪ সালে বাংলাদেশে মাত্র একদিনের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। ২০২৫ সালের ১৫ জুন থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আগামী পাঁচ বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমতি পেয়েছে নেপাল। অর্থাৎ বছরে মাত্র পাঁচ মাস ঢাকায় আসবে কাঠমান্ডুর বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮ দশমিক ১৭ রুপি। যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল। তারমধ্যে ২৫ মেগাওয়াট ত্রিশূলি আর ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট থেকে।

বাংলাদেশের সাথে সংযুক্ত ভারতীয় গ্রিডের সীমিত অতিরিক্ত ক্ষমতার কারণে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে পাঠানো হচ্ছে। নেপাল জানিয়েছে আরও ট্রান্সমিশন লাইন নির্মাণের পর আগামী বছর থেকে আরও বেশি বিদ্যুৎ রপ্তানির সুযোগ রয়েছে। ২০২১ সালের নভেম্বর থেকে ভারতে জলবিদ্যুৎ রপ্তানি করে আসছে নেপাল। বর্ষা মৌসুমে তারা অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপাদন করে বলে তারা নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও তা রপ্তানি করতে পারে।

সোর্স: দৈনিক দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button